বলিউড
ছোট জামায় বিপাকে আলিয়া
৬ নভেম্বর রণবীর কপুর ও আলিয়া ভাটের জীবনে এসেছে তাদের প্রথম সন্তান। লিটল প্রিন্সেস রাহাকে নিয়ে মিস্টার অ্যান্ড মিসেস কাপুরের এখন ভরপুর সংসার। মেয়ের জন্মের পর আপাতত রুপোলি দুনিয়া থেকে দূরেই রয়েছেন আলিয়া। তবে সোশাল মিডিয়ায় খুবই সক্রিয় রণবীর ঘরণী। ভার্চুয়ালি ছবির প্রচারও সারছেন অভিনেত্রী। এবার একটি অ্যাওয়ার্ড বিতরণী অনুষ্ঠানে স্বশরীরে হাজির হলেন গ্ল্যাম ডিভা আলিয়া ভাট। সেখানে যেতেই ঘটল বিপত্তি। মা হওয়ার পর প্রথমবার বোল্ড পোশাকে আলিয়াকে দেখে খুশি অভিনেত্রীর ভক্তরা। কিন্তু, অত্যাধিক ছোট পোশাক পরার জন্য উপস মোমেন্টের শিকার হলেন নিউলি মাম্মি। ক্যামরায় ধরা পড়ল সেই দৃশ্য। এরপরই স্বাভাবিকভাবে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে আলিয়ার সেই অস্বস্তিকর মুহূর্ত।
বিয়ের পর যে কোনও ইভেন্টেই আলিয়ার পাশে সবসময়ই দেখা গেছে রণবীরকে। প্রথমবার বেটারহাফকে ছেড়ে বরুণ ধাওয়ানের সঙ্গে অনুষ্ঠানে পৌঁছলেন। অভিনেতার পাশে বসে থাকাকালীন আলিয়াকে দেখা যায় হাত দিয়ে উরু ঢাকার চেষ্টা করছেন। সেই সঙ্গে জামাটাও বারবার টেনে ঠিক করছেন।
ক্যামেরায় কিন্তু, আলিয়ার সেই উপস মোমেন্টকে লেন্সবন্দি হতেই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে নেটপাড়ায়। শরীরচর্চার মাধ্যমে মা হওয়ার পর শরীরের অতিরিক্র মেদ ঝড়িয়ে পুরনো ছন্দে ফিরে এসেছেন রণবীর ঘরণী। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অস্বস্তিতে পরলেও শর্ট ড্রেসে আলিয়ার লুক কিন্তু, ভক্তদের মনে ধরেছে।
ফ্লোরাল শর্ট ড্রেসে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আলিয়ার উপস্থিতি সকলকে আনন্দ দিয়েছে। কিন্তু, ছোট পোশাক নিয়ে বেজায় সমস্যায় পরেছিলেন রাহার মাম্মি। ড্রেস এতটাই ছোট ছিল যে উনিশ থেকে বিশ হলেই শরীরের নীচের অন্তর্বাস উঁকি মারবে। প্রথমবার বয়কট বলিউড নিয়ে মুখ খুলেছেন আলিয়া ভাট। শাহরুখের পাঠান ঝড়ে মাতোয়ারা হয়ে `বিকজ লাভ অলওয়েস উইনস, হোয়াট আ ব্লাস্ট’ লিখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আলিয়া ভাট।
শাহরুখ খানের সাফল্য সেলিব্রেট করতে মন্নতে ভিড় জমিয়েছিল খোদ রুপোলি পর্দার তারকারা। শাহরুখের পাঠান সাকসেস সেলিব্রেট করতে সেখানে পৌঁছে গিয়েছিলেন রণবীর ঘরণী আলিয়া ভাটও। মুখে চামচ নিয়ে মন্নতে দাঁড়িয়ে কোমর দুলিয়ে উদ্দাম নেচেছিলেন মম আলিয়া ভাট।
মুহূর্তে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল সেই ভিডিয়ো। হাততালি দিয়ে আলিয়াকে উৎসাহ দিয়েছিলেন রণবীর সিং। আগামী ২৮ জুলাই সিলভার স্ক্রিনে মুক্তি পাবে আলিয়া ভাটের আগামী ছবি রকি অউর রানি কী প্রেম কাহিনি।
Omg 😍 #AliaBhatt and #VarunDhawan papped together after so long 📸😍 The duo talks and poses for the paparazzi at an event today #TrendingNow pic.twitter.com/41rykn5ZOG
— Pinkvilla (@pinkvilla) January 31, 2023
বলিউড
সামান্থা অতীত, শোভিতার সঙ্গে বাগদান সারলেন নাগা চৈতন্য
সামান্থার সঙ্গে বিচ্ছেদের পর নতুন জীবনে পা রাখলেন ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা নাগা চৈতন্য। বৃহস্পতিবার (৮ আগস্ট) প্রেমিকা শোবিতা ঢুলিপালার সঙ্গে বাগদান সারলেন এই অভিনেতা।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে হায়দরাবাদের বাড়িতে আনুষ্ঠানিকভাবে বাগদান সম্পন্ন করেন নাগা চৈতন্য ও শোবিতা ঢুলিপালার। বাগদান অনুষ্ঠানে ঐতিহ্যগত সাজে সাজেন তারা। এসময় দুই পরিবারের সদস্য ছাড়াও এ জুটির ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবরা উপস্থিত ছিলেন।
ডিজাইনার মনীষ মালহোত্রা তার ইনস্টাগ্রামে শোবিতা ও নাগার বাগদানের ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়, শোবিতার পরনে পিঙ্ক কালারের সিল্ক শাড়ি। এর সঙ্গে মিলিয়ে সোনার গহনাও পরেন এই অভিনেত্রী।
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা জুটির মধ্যে অন্যতম ছিলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও অভিনেতা নাগা চৈতন্য। দীর্ঘদিন প্রেম করার পর বিয়ে করেছিলেন তারা। কিন্তু ২০২১ সালে এ সংসারের ইতি টানেন এই যুগল।
গেল বছর গুঞ্জন চাউর হয়— বিয়েবিচ্ছেদের পর অভিনেত্রী শোবিতা ঢুলিপালার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন নাগা চৈতন্য। যদিও এ সম্পর্কের কথা কখনো স্বীকার করেননি এই জুটি। তারপরও অনেকবার একসঙ্গে দেখা গেছে তাদের। সর্বশেষ বাগদানের মাধ্যমে গুঞ্জনকে বাস্তবে রূপ দিলেন এই জুটি।
এসআই/
ঢালিউড
সমালোচনা ভয় পেতেন শেখ হাসিনা: ভারতীয় নির্মাতা হংসল মেহতা
কোটাবিরোধী আন্দোলন ঘিরে ক্ষমতা ছেড়ে প্রতিবেশী দেশ ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। তার পদত্যাগের ঘটনা বিশ্বজুড়ে আলোচনায়। এই প্রসঙ্গে এবার পুরোনো স্মৃতি সামনে আনলেন বলিউড নির্মাতা হংসল মেহতা।
২০২২ সালে হংসল মেহেতার সিনেমা ‘ফারাজ’ মুক্তি পেয়েছিল। তবে ছবির শুটিং-এ লাগাতার হুমকির শিকার হয়েছিলেন পরিচালক। কারণ, ছবিটি ঢাকার হোলি আর্টিজানে সংগঠিত নৃশংস হামলা ওপর নির্মাণ করা হয়েছিল। তবে ছবিটি বাংলাদেশের ঘটনায় নির্মিত হলেও বাংলাদেশেই নিষিদ্ধ হয়েছিল।
সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ সেই স্মৃতি তুলে ধরে হংসল মেহতা লিখেছেন, ‘বাংলাদেশের ঘটনাগুলো দেখে আমার ‘ফারাজ’-এর মুক্তির কথা মনে পড়ছে। এটি বাংলাদেশ ছাড়া নেটফ্লিক্সে বিশ্বব্যাপী স্ট্রিম হয়েছিল। কিন্তু বাংলাদেশে ছবিটি নিষিদ্ধ হয়েছিল।’
তিনি আরও লিখেছেন, ‘আমি উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে একাধিক কল পেয়েছি। কথিত সিক্রেট সার্ভিস এজেন্ট, সন্ত্রাসী সংগঠনের কাছ থেকে অনুভূত হুমকির কারণে আমাকে শেষ পর্যন্ত পুলিশ সুরক্ষা দেয়া হয়েছিল। ভারতীয় আদালতে দীর্ঘ মামলা দায়ের করা হয়েছিল। অনেক অভদ্র অভিযোগ করা হয়েছিল। আমি এখনও বাংলাদেশের আদালতের মিথ্যা মামলা লড়ছি। এসব একটি চলচ্চিত্রের মুক্তি ঠেকানোর জন্য। যা দৃশ্যত শেখ হাসিনার সরকারকে চিত্রিত করেছিল। সরকার চায়নি যে বাংলাদেশের বাইরে কেউ জানুক যে তারা অযোগ্য এবং স্বৈরাচারী নেতা দ্বারা চালিত, যিনি নিজের বিরুদ্ধে কোনো সমালোচককে ভয় পেতেন। তারা আমাদের কণ্ঠ চেপে ধরে নিজেদের রক্তাক্ত হাত ঢাকতে চেয়েছেন।’
২০১৬ সালের ১ জুলাই রাজধানীর গুলশানের হোলি আর্টিজান বেকারিতে ঘটে নৃশংস সন্ত্রাসী হামলা। সেই ঘটনা নিয়ে তৈরি ‘ফারাজ’ প্রযোজনা করেছেন অনুভব সিনহা ও ভূষণ কুমার। ছবিটি দিয়ে কারিনা কাপুরের চাচাতো ভাই জাহান কাপুর ও পরেশ রাওয়ালের ছেলে আদিত্য রাওয়ালের অভিষেক হয়েছে।
এসআই/
বলিউড
‘বিগবস’ ওটিটি সিজন-৩ বিজয়ী সানা মকবুল
‘বিগবস’ ওটিটি সিজন-৩ বিজয়ীর মুকুট পরলেন সানা মকবুল। রিয়ালিটি শো জিতে তিনি ঘরে তুলেছেন ট্রফি আর ২৫ লাখ রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ৩৪ লাখ টাকার বেশি।
চলতি বিগবস সিজন ৩-এর শুরু থেকেই নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন সানা। প্রতিবারই দর্শকদের কাছ থেকে পেয়েছেন বিপুল ভোট। তবে বিতর্কেও জড়িয়েছেন। আবার সেখান থেকে নিজেকে মুক্তও করেছেন।
বিগবসের ঘরে সবার সঙ্গেই সুসম্পর্ক রেখে চলতেন সানা। তার খেলা দেখে ভীষণ আনন্দ পেতেন দর্শকরা। তাই প্রত্যেকবারই বিপুলসংখ্যক ভোট পেয়েছেন তিনি। শোতে তাকে যখনই কোনো কাজ দেওয়া হয়েছে, তা সঠিকভাবে পালন করতেন সানা।
বিগবসের আসরে সানার বন্ধু ছিল নাজী। বিজয়ীর মুকুট পরে জয়ের কৃতিত্ব নাজীকেই দিতে চাইলেন তিনি। মজার ব্যাপার, বিগবসে দ্বিতীয় স্থান পেয়েছেন নাজী।
‘বিগ বস’-এর চলতি আসরের ফাইনালিস্ট হিসেবে ছিলেন সানা মকবুল ও নাজী, রণবীর শোরে, সাই কেতন রাও, কৃতি মালিক।
এসআই/
মন্তব্য করতে লগিন করুন লগিন