এশিয়া
বিশ্বের গুরুত্বপূর্ণ ৫০ হাজার ব্যক্তির ফোনে আঁড়িপাতার ঘটনা ফাঁস
বিশ্বের অন্তত ৫০ হাজার গুরুত্বপূর্ণ ব্যক্তির ফোনে ইসরায়েলি স্পাইওয়্যার পেগাসাস ব্যবহারের মাধ্যমে আঁড়িপাতা হয়েছে। এই স্পাইওয়্যার বা আঁড়িপাতার সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে নিজ দেশের মানবাধিকার কর্মী, সাংবাদিক, আইনজীবীদের উপর নজরদারি চালিয়েছে কয়েকটি দেশের সরকার। রোববার গার্ডিয়ান, ওয়াশিংটন পোস্টের মতো কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, নজরদারির তালিকায় রয়েছে বিশ্বের প্রভাবশালী কয়েকটি দেশের সরকারপ্রধান ও কূটনীতিকের নাম। রয়েছে এএফপি, সিএনএন, নিউইয়র্ক টাইমসের মতো কয়েকটি প্রভাবশালী সংবাদমাধ্যমের ১শ’ ৮০ জন সাংবাদিকও। এছাড়াও নিহত জামাল খাসোগির সঙ্গে যোগাযোগ থাকা এক নারীর ফোনও রয়েছে তালিকায়।
আইফোন, অ্যানড্রয়েডসহ সব ধরনের মোবাইল অপারেটরে স্বয়ংক্রিয়ভাবে চালু হওয়া এই সফটওয়্যারের মাধ্যমে কল, বার্তা, ইমেইলসহ সব তথ্য নজরদারি চালানো প্রতিষ্ঠানগুলোর হাতে জমা হতে থাকে। এমনকি এই সফটওয়্যার গোপনে ফোনের মাইক্রোফোন ও ক্যামেরার দখল নিতে পারে।
তবে এমন অভিযোগ অস্বীকার করেছে পেগাসাসের উদ্ভাবক প্রযুক্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠান এনএসও। প্রযুক্তিটি তৈরী করা ইসরায়েলভিত্তিক প্রতিষ্ঠানটি জানায়, সফটওয়্যারটি সন্ত্রাসবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে ব্যবহারের উদ্দেশ্যে তৈরী করা হয়েছে।
বিভিন্ন দেশের সামরিক বাহিনী, আইনশৃঙ্খলা প্রতিষ্ঠান ও গোয়েন্দা প্রতিষ্ঠানগুলোর কাছে বৈধভাবে পেগাসাস সরবরাহ করা হয়েছে।
২০১৯ সালের পর আবারও বিশ্বজুড়ে খবরের শিরোনাম হয়েছে ইসরায়েলি স্পাইওয়্যারটি।
পেগাসাস কী?
পেগাসাস এক ধরনের সফটওয়্যার। একে ম্যালওয়্যার বা বিশেষ ধরনের ভাইরাস বলা হয়। আইফোন ও অ্যানড্রয়েড ফোনে এই ম্যালওয়্যারের মাধ্যমে ফোনের সব খুদেবার্তা, ছবি, ইমেইল, কল রেকর্ড জানা যায়। পেগাসাস ফোন ব্যবহারকারীর অজ্ঞাতে ফোন মাইক্রোফোন চালু করে দেয়।
দ্য গার্ডিয়ান, দ্য ওয়াশিংটন পোস্ট, দ্য ওয়ার-সহ ১৭টি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, পেগাসাস ব্যবহার করে বিশ্বব্যাপী হাজার হাজার মানুষকে নিশানা করা হয়েছিল। এই চাঞ্চল্যকর গণমাধ্যম প্রতিবেদনে দাবি করা হয়েছে, মোট পঞ্চাশ হাজার ফোন নম্বর পাওয়া গেছে। ফোন নম্বরগুলো বিশ্বব্যাপী এমন কিছু দেশের যেখানকার সরকার কোনো না কোনো সময় নাগরিক বা বিরোধী রাজনৈতিক নেতা অথবা সামাজিক আন্দোলনের সঙ্গে জড়িতদের ওপর গোপন নজরদারির জন্য অভিযুক্ত হয়েছে। এমনকী এই দেশগুলোর মধ্যে কয়েকটি দেশের সরকার আবার পেগাসাস-এর নির্মাতা সংস্থা এনএসওর কাছ থেকে মিলিটারি ইনটেলিজেন্সির প্রযুক্তি কেনার গ্রাহক। এনএসওর গ্রাহকরা ২০১৬ সাল থেকে এসব নম্বরে আঁড়ি পেতেছে বলে ধারণা করা হচ্ছে।
এসএন
এশিয়া
জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকায় রিখটার স্কেলে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৪টা ৪৩ মিনিটের দিকে পশ্চিমাঞ্চলীয় প্রধান দ্বীপ কিয়ুশুর মিয়াজাকি অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে।
জাপানের আবহাওয়া সংস্থার (জেএমএ) বরাত দিয়ে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম এনএইচকে ওয়ার্ল্ড এ তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়েছে, ভূমিকম্পের পর দেশটিতে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। মিয়াজাকিতে সমুদ্রের ঢেউ ইতোমধ্যে ৫০ সেন্টিমিটারে পৌঁছেছে। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে দেশটির মন্ত্রিপরিষদের মুখ্য সচিব ইয়োশিমাসা হায়াশি গণমাধ্যমকে বলেন, ভূমিকম্পের পর পারমাণবিক বিদ্যুৎ প্ল্যান্টগুলোতে কোনো ধরনের অস্বাভাবিক ঘটনা দেখা যায়নি। সরকার ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে খোঁজখবর নিচ্ছে।
প্রসঙ্গত, জাপানে ভূমিকম্পের ঘটনা একেবারে সাধারণ। বিশ্বে ৬ বা তার চেয়ে বেশি মাত্রার ভূমিকম্পের প্রায় এক-পঞ্চমাংশই এদেশে ঘটে থাকে।
এর আগে, ২০১১ সালের ১১ মার্চ দেশটির উত্তর-পূর্ব উপকূলে ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। যেটি ছিলো জাপানের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। ওই সময় ভূমিকম্পের পর দেশটিতে বিশাল সুনামি আঘাত হানে।
সূত্র: রয়টার্স
জিএমএম/
এশিয়া
শেখ হাসিনা দেশ ছাড়ার পর যা বললেন পুতুল
ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। দেশে গঠিত হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার।
রাজনৈতিক পটপরিবর্তনে মায়ের পদত্যাগ ও দেশত্যাগ নিয়ে এবার মুখ খুলেছেন মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। জানিয়েছেন তার প্রতিক্রিয়া।
বৃহস্পতিবার (৮ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যেতে বাধ্য হওয়ার পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এ বিষয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল।
পোস্টে তিনি লিখেছেন, আমার দেশ বাংলাদেশ যাকে আমি ভালোবাসি, সেখানে প্রাণহানির ঘটনায় হৃদয় ভেঙে গেছে। আরও হৃদয়বিদারক যে, আমি এই কঠিন সময়ে আমার মাকে দেখতে ও আলিঙ্গন করতে পারিনি। আমি আরডি হিসেবে আমার দায়িত্ব পালনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছি।
প্রসঙ্গত, সায়মা ওয়াজেদ পুতুল বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্বপালন করছেন।
জিএমএম/
এশিয়া
ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ নিয়ে গুজব ছড়াচ্ছে: পশ্চিমবঙ্গ পুলিশ
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ভারতের স্থানীয় গণমাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। জানিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ। এ ব্যাপারে রাজ্যের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার (৬ আগস্ট) পশ্চিমবঙ্গ পুলিশের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানানো হয়।
পোস্টে বলা হয়, কিছু স্থানীয় টিভি চ্যানেলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যেভাবে রিপোর্টিং হচ্ছে, তা খুবই দৃষ্টিকটুভাবে সাম্প্রদায়িক উস্কানিমূলক এবং ভারতের প্রেস কাউন্সিলের নিয়মাবলীর পরিপন্থী। দর্শকদের অনুরোধ, এই ধরনের কভারেজ দেখার সময় নিজস্ব বিচারবিবেচনা প্রয়োগ করুন এবং মাথায় রাখুন যে, চ্যানেলের দেখানো ফুটেজের সত্যতা কিন্তু কোনও নিরপেক্ষ তৃতীয় সংস্থা দিয়ে যাচাই করা নয়। একতরফা বিদ্বেষমূলক এবং বিভ্রান্তিকর প্রচারের ফাঁদে পা দেবেন না। শান্ত থাকুন, শান্তি বজায় রাখুন।
সোমবার (৫ আগস্ট) পদত্যাগ করে ভারত চলে যান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে হিন্দুদের বাড়িঘরে হামলার মিথ্যা তথ্য ছড়ানো শুরু করে।
এমনকি বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় লিটন দাসের বাড়িতে হামলা হয়েছে বলে খবর বের হয়। পরে জানা যায়, মাশরাফির বাড়িতে হামলার ভিডিও ব্যবহার করে সেটি লিটন দাসের বাড়ি বলে গুজব ছড়ানো হয়েছে।
জিএমএম/